নিজস্ব প্রতিবেদক: স্কলারদের বই পড়ে উদ্বুদ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বাংলাদেশি আমেরিকান সার্টিফায়েড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট (সিপিএ) শ্রাবণী সিং। তার শিশুপুত্র ইয়ুবরাজ সিং কৃষও তার সাথে ইসলাম ধর্ম পালন করছে। এর আগে তারা সনাতন ধর্মের অনুসারী ছিলেন।
জানা গেছে, গত ২ মে পবিত্র ঈদুল ফিতরের দিন ভোরে কানেকটিকাটের ব্রিজপোর্ট ইসলামিক সেন্টারের ইমাম আবদেল আতীর সাক্ষ্যে একজন বিশিষ্ট ইসলামি বিশেষজ্ঞের কাছে কালেমা পাঠ করে মুসলিম হন এই মা-ছেলে। ইসলাম ধর্ম গ্রহণের আগে তিনি ওই বিশেষজ্ঞের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে সিপিএ শ্রাবণী বলেন, আমি ও আমার সন্তান যুক্তরাষ্ট্রের সাংবিধানিক আইন ও অধিকার অনুযায়ী ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমার কর্মজীবন ও পারিবারিক জীবনে সবসময় ইসলামিক জীবনযাপনের প্রয়োজনীয়তা অনুধাবন করেছি।
তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে ইসলাম ধর্ম নিয়ে গবেষণা করছিলাম। করোনাকালীন দীর্ঘ লকডাউনের সময় অনেক ইসলামিক স্কলারদের বই পড়েছি। সেই সুবাদে ইসলাম সম্পর্কে অনেক কিছু জানার সুযোগ হয়েছে। পরে নিজ বাসস্থান কানেকটিকাটের রকি হিলে এবং বিভিন্ন মহিলা ইসলামিক স্কলার ও কমিউনিটি অ্যাক্টিভিস্টদের সাথে ইসলাম ধর্মচর্চার সুযোগ পাই।
তিনি আরো বলেন, রমজান মাসে ট্যাক্স সিজন চলাকালে প্রচণ্ড কর্মব্যস্ততার মাঝে একজন ইসলামিক গবেষকের তত্ত্বাবধানে সুরা ফাতিহা ও সুরা কাওসার মুখস্থ করেছি। এরপর পুরো রমজানে সুরা ফালাক, সুরা নাস, আয়াতুল কুরসি এবং বিভিন্ন দোয়া-দরুদ পড়েছি। এ ছাড়া অনলাইনে বিভিন্ন ইসলামিক বিশেষজ্ঞের বিশ্লেষণ শোনা ও কোরআনের বিভিন্ন ঘটনাবলি নিয়ে বিস্তারিত গবেষণা করেছি।
ইসলামের প্রতি শ্রাবণীর অত্যাধিক আগ্রহ দেখে ডক্টরেট ডিগ্রিপ্রাপ্ত একজন ইসলামি গবেষক তাকে কোরআনের বিভিন্ন সুরার মর্মার্থ সম্পর্কে বিস্তারিত তথ্য এবং জ্ঞান প্রদান করেন। ওই গবেষকের জ্ঞানের পরিধি এবং তার কাছ থেকে বিস্তারিত জ্ঞান সঞ্চয় করার পর ইসলামের প্রতি অভিভূত হয়ে পড়েন শ্রাবণী।
সিপিএ শ্রাবণীর জন্ম বাংলাদেশের চট্টগ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে। দীর্ঘ ২২ বছর ধরে আমেরিকার বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা ও মূলধারায় কর্মজীবন অব্যাহত রাখলেও তিনি মনেপ্রাণে একজন বাংলাদেশি। চট্টগ্রামের ভাষা-সংস্কৃতি ও ভাবমূর্তির বিকাশে তিনি সব সময় নিবেদিতপ্রাণ।
শ্রাবণী হেল্পিং হ্যান্ড ফর চিটাগাং, চিটাগাং অ্যাসোসিয়েশন অব কানেকটিকাট ইত্যাদি সংগঠনের প্রতিষ্ঠাতা সিপিএ। করোনাকালীন তিনি যুক্তরাষ্ট্র সরকারের ডিপার্টমেন্ট অব কমার্সে অর্থনৈতিক বিশেষজ্ঞের দায়িত্বে নিয়োজিত ছিলেন।
আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন