শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

লকডাউন চলমান থাকবে ১৬ মে পর্যন্ত

সোমবার, মে ৩, ২০২১

প্রিন্ট করুন
লকডাইন

চলমান লকডাউনের মেয়াদ ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (৩ মে) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা জানান মন্ত্রিপরিষদ। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

তিনি বলেন, এবার ঈদে পোশাক শ্রমিকদের তিন দিনের বেশি ছুটি দেওয়া যাবে না। ৬ মে থেকে গণপরিবহন চলাচল করবে। তবে এক জেলা থেকে অন্য জেলায় যেতে পারবে না অর্থাৎ আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকবে। লঞ্চ ও ট্রেন চলাচল বন্ধ থাকবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ঈদে শপিংমল দোকান পাট খোলা থাকবে। শপিং মল ও মার্কেটে যদি স্বাস্থ্যবিধি মানা না হয় তাহলে সেই দোকান শপিং মল বন্ধ করে দেওয়া হবে। 

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ৫ এপ্রিল থেকে লকডাউনের মেয়াদ কয়েক দফা বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হয়েছিল। এবার আরেক দফায় বাড়িয়ে ১৬ মে পর্যন্ত বাড়ানো হলো।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন