শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

সীতাকুন্ডে অগ্নিদুর্ঘটনায় গভীর শোক প্রকাশ নরেন্দ্র মোদির

বুধবার, জুন ৮, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: চট্টগ্রাম জেলা সীতাকুণ্ড উপজেলায় বিএম কনটেইনার ডিপোতে মর্মান্তিক অগ্নি দুর্ঘটনায় অনেক হতাহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ প্রদান ও পুনর্বাসনের লক্ষ্যে বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় সম্ভাব্য সব ধরনের সহায়তা দেয়ার জন্য তার সদিচ্ছা ব্যক্ত করেছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠির শেষে, নরেন্দ্র মোদি ফের তার সরকার ও ভারতের ভ্রাতৃপ্রতিম জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেছেন ও আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন