বুধবার, ১২ মার্চ ২০২৫

শিরোনাম

ফুটবলকে বিদায় জানাচ্ছেন সামি খেদিরা

বৃহস্পতিবার, মে ২০, ২০২১

প্রিন্ট করুন
12371722 1

ফুটবলকে বিদায় জানাচ্ছেন জার্মানির মিডফিল্ডার সামি খেদিরা। আগামী শনিবার বুন্দেসলিগায় হার্থা বার্লিনের হয়ে আসরের শেষ ম্যাচ খেলেই বুটজোড়া তুলে রাখার কথা জানিয়েছেন ৩৪  বছর বয়সী এই তারকা।

খেদিরা জার্মানি জাতীয় দলের হয়ে প্রথম খেলতে নামেন ২০০৯ সালে। ২০১৮ পর্যন্ত জার্মানির জার্সি গায়ে তিনি খেলেছেন ৭৭টি ম্যাচ, গোল করেছেন ৭টি। জার্মানির ২০১৪ সালের বিশ্বকাপজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন খেদিরা।

২০০৬-০৭ মৌসুমে স্টুটগার্টের হয়ে সিনিয়র ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর ২০১০-১১ মৌসুমে যোগ দেন রিয়াল মাদ্রিদে। সেখানে জেতেন চ্যাম্পিয়নস লিগ ও লা লিগার শিরোপা। পরে ২০১৫ সালে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে নাম লিখিয়ে পরপর পাঁচ বছর জেতেন সিরি ‘আ’র শিরোপা। মাস তিনেক আগে জুভেন্টাস ছেড়ে চলে যান নিজ দেশের ক্লাব হার্থা বার্লিনে।

গতকাল বুধবার নিজের অবসরের সিদ্ধান্ত জানিয়ে টুইটারে খেদিরা লিখেন, ‘শনিবারের ম্যাচের পর ফুটবলকে বিদায় জানাচ্ছি আমি। আপনাদের সঙ্গে দারুণ সব স্মৃতি পেয়েছি, আমি সত্যিই গর্বিত। আমার ভক্ত, সতীর্থ, কোচ, পরিবার এবং বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন