নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে প্রবাসিদের চলছে নানান আয়োজন। নিউইয়র্কে সরকার প্রধানকে বরণ করে দিতে প্রস্তুত হচ্ছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এছাড়া প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রবাসিদের মধ্যে বইছে উৎসাহের আমেজ।
জানা গেছে, আগামী ১৮ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছবেন যোগদান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে জেএফকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনাসহ নাগরিক সংবর্ধনা দিতে প্রস্তত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। ইতিমধ্যে নিউইয়র্কে দফায় দফায় বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে পৌঁছবেন আগামী ১৮ সেপ্টেম্বর। পরে ২৪ সেপ্টেম্বর শনিবার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের উদ্দেশে ভাষণ দেবেন।
এ বিষয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ বলেন, প্রধানমন্ত্রীকে গ্রহণ করতে আমরা প্রস্তুত রয়েছি।
তারা বলেন, দলের নাম ব্যবহার করে একটি কূচক্রীমহল প্রায় প্রতি বছরই প্রধানমন্ত্রীর নাগরিক সংবর্ধনার আগে নানা ধরনের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি করে নিজেরাই বড় নেতা হওয়ার চেষ্টা করেন। আমরা তাদের বলবো দলের ভেতরে থেকে দলের বিরোধিতা না করে আসুন, আমাদের সাথে কথা বলুন, আপনারা আসলে কী চান? আপনাদের দাবি পূরণের চেষ্টা করা হবে। তবে অন্য দলের মানুষদের হাসানোর মতো কাজ করবেন না। সব ভেদাভেদ ভুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফরকে সাফল্যমণ্ডিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবানও জানান এই দুই নেতা।
আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন