বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

নজর কেড়েছে নিউইয়র্ক ফ্যাশন উইক

সোমবার, সেপ্টেম্বর ১৯, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: বছরে দুবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসে ফ্যাশনের মেলা।প্রথমটি ফেব্রুয়ারিতে, পরেরটি সেপ্টেম্বরে। গত সপ্তাহে ফ্যাশনের রথী–মহারথীদের চোখ ছিলো নিউইয়র্কে। ম্যানহাটনে গত ৯ সেপ্টেম্বর শুরু হওয়া নিউইয়র্ক ফ্যাশন উইকের পাঁচদিনব্যাপী আসরের ছিলো নানান আয়োজনে মুখর। চলুন ছবিতে দেখা যাক ‘নিউইয়র্ক ফ্যাশন উইক’….

মাতৃত্ব ফ্যাশনে নজর কেড়েছেন এই অভিনেত্রী

টমি হিলফিগারের শীতের সংগ্রহ দেখতে এসেছিলেন কেট মস, কোর্টনি কার্ডাশিয়ান ও ট্রেভিস বার্কার

কালো পোষাকে আকর্ষিত করছেন সকলকে

বসন্ত–গ্রীষ্ম সংগ্রহ ২০২৩–এর একাধিক শো হয়েছে ম্যানহাটনের কুপার হিউয়েট জাদুঘরে

ভেনেজুয়েলার ফ্যাশন ডিজাইনার ক্যারোলিনা হেরেরা বিশ্বের অনেক ফার্স্ট লেডির পোশাকের ডিজাইন করেছিলেন। নিউইয়র্কের ম্যানহাটনের প্লাজা হোটেলের লবিতে ছিল তাঁর শো

ঝলমলে মঞ্চ

খোলা আকাশের তলেই তাঁর শীতের সংগ্রহ মেলে ধরেন মার্কিন ব্যবসায়ী ও ডিজাইনার টমি হিলফিগার।

তাইওয়ানীয়–কানাডীয় ফ্যাশন ডিজাইনার জ্যাসন উয়ের সংগ্রহ ছিল মূলত অভিজাত কর্মজীবী নারীদের অফিস পোশাক নিয়ে

ক্যাটওয়াক শেষে টম ফোর্ড

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন