নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে একটি সুপার স্পেশাল হাসপাতাল স্থাপন করতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। এজন্য তারা সরকারের কাছে জায়গাও বরাদ্দ চেয়েছে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) তুরস্কের বিদায়ী রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে এই আগ্রহের এই কথা জানান।
রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান বলেন, বাংলাদেশে একটি সুপার স্পেশাল হাসপাতাল স্থাপনে তুরস্কের আগ্রহ রয়েছে। এর জন্য উপযুক্ত জায়গা চাই।
জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্বাচলে অথবা পদ্মা সেতুর পাশে জমি দেওয়ার প্রস্তাব করেন। এসময় প্রধানমন্ত্রী তুরস্কের কাছ থেকে আর্থসামাজিক দিকগুলোর পাশাপাশি প্রতিরক্ষা বিষয়েও সহযোগিতা কামনা করেন।
তুর্কি রাষ্ট্রদূত প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর জন্য তার দেশের আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি স্মার্ট বাংলাদেশের ধারণাটির গ্রহণে এবং স্মার্ট বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করার ব্যাপারে তার দেশের আগ্রহের কথা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতায় আসবেন।
প্রধানমন্ত্রী বলেন, আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্ক বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় এবং কামাল একটি ঘরে ঘরে পরিচিত নাম। নিজের ছোট ভাই শেখ কামালের নাম তার (কামাল আতাতুর্ক) কাজ থেকে অনুপ্রাণিত হয়ে নেওয়া হয়েছিল।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন