সিএন প্রতিবেদক: ভাসানচরে স্থাপিত রোহিঙ্গা ক্যাম্পে ১০ মাসে জন্ম নিয়েছে ৫২৫ শিশু। গত বছরের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত এসব শিশুর জন্ম হয়।
ভাসানচর আশ্রয়শিবিরে রোহিঙ্গাদের নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা গণস্বাস্থ্য কেন্দ্র এই তথ্য নিশ্চিত করেছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২২ সালে ভাসানচরে মার্চ মাসে ১৩টি, এপ্রিলে ৩২, মে মাসে ২৫, জুনে ৪১, জুলাই ও আগস্টে ৯০, সেপ্টেম্বরে ৮৫, অক্টোবরে ৭৭, নভেম্বরে ও ডিসেম্বরে ৮১টি শিশুর জন্ম হয়।
তবে ২০২২ সালের মার্চ মাসের আগে সেখানে জন্ম নেওয়া শিশুর সঠিক পরিসংখ্যান পাওয়া যায়নি। গণস্বাস্থ্য কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভাসানচরে গত ১০ মাসে জন্ম নেওয়া এসব শিশুর মধ্যে ৫০০ শিশুর জন্ম হয়েছে স্বাভাবিক প্রসবের মাধ্যমে, আর ২৫ শিশুর জন্ম হয়েছেন সিজারিয়ান অপারেশনে। সে হিসাবে ভাসানচর আশ্রয়শিবিরে সিজারিয়ান অপারেশনের হার ৪ দশমিক ২৫ শতাংশ, আর স্বাভাবিক প্রসবের হার ৯৫ দশমিক ৭৫ শতাংশ।
জেলা সিভিল সার্জন কার্যালয় ও রোহিঙ্গা আশ্রয়শিবিরে কর্মরত বিভিন্ন বেসরকারি সংস্থার তথ্য অনুযায়ী, ২০২০ সালের ৪ ডিসেম্বর রোহিঙ্গাদের প্রথম দলকে ভাসানচরে স্থানান্তর করা হয়। ওই বছরের ১২ ডিসেম্বর ভোরে ভাসানচরে পৌঁছানো রোহিঙ্গা দম্পতি মোহাম্মদ কাশেম ও রাবেয়া খাতুনের ঘরে জন্ম নেয় একটি ছেলেশিশু। ওই শিশুটিই ভাসানচরে জন্ম নেওয়া প্রথম শিশু।
যেখানে গত বছরের ১৭ অক্টোবর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ভাসানচরে স্থানান্তরিত মোট রোহিঙ্গার সংখ্যা ৩০ হাজার ৭৯ জন। ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট হাশেম ওই সময় সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছিলেন।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন