সিএন প্রতিবেদক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অগ্নিকাণ্ডে দুই শিশুসহ একই পরিবারের ৫ জন মারা গেছেন। এই ঘটনায় পরিবারের অপর সদস্যকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাঁর শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক আড়াইটার সময় উপজেলার ৫ নম্বর পারুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বসাক পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহেদুল রহমান তালুকদার জানান, স্থানীয় সবজি ব্যবসায়ি খোকন বসাকের বাড়িতে রাত আড়াইটার দিকে আগুন লাগে। জরাজীর্ণ বাড়িতে শুকনো পাতা দিয়ে রাতের রান্না হয়েছিল। পরে সে আগুন পুরোপুরি নিভিয়ে না যাওয়ায় তা থেকে আগুন ছড়িয়েছে বলে ধারনা করা হচ্ছে।
বাড়িতে একটিই দরজা। সেই দরজার মুখে ছিল একটি সিএনজি অটোরিকশা। দরজায় ছিল ভেতর থেকে তালা। ফলে আগুন লাগার পর কেউ বেরুতে পারেনি। গভীর রাত হওয়ায় প্রতিবেশি ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী আসার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
জানা যায়, আগুনে বাড়ির কর্তা খোকন বসাকের পিতা কাঙ্গাল বসাক (৭০), মাতা ললিতা বসাক (৬০), স্ত্রী লাকি বসাক (২৫), পুত্র সৌরভ বসাক (১২) ও কন্যা সায়ন্তী বসাক (৬) পুড়ে মারা গেছেন। খোকন বসাকের শরীরের শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। সেকান ঢাকায় নেযার ব্যবস্থা করা হচ্ছে।
আকাশ আহমেদ
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন