চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে রেললাইনের পাশে থাকা মানুষের মাঝে সচেতনতা তৈরি করতে মাইকিং ও লিফলেট বিতরণ করেছে রেড ফাউন্ডেশন।
শুক্রবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে চট্টগ্রাম রেলস্টেশন পর্যন্ত পায়ে হেটে সংগঠনের সদস্যরা সচেতনতামূলক এই ক্যাম্পেইন করেন।
এর আগেও সংগঠনটি চট্টগ্রাম রেলস্টেশন থেকে সীতাকুণ্ড রেল স্টেশন পর্যন্ত, কুমিল্লা রেলস্টেশন, কিশোরগঞ্জ রেলস্টেশন এবং ময়মনসিংহ রেলস্টেশনের আশেপাশের এলাকার মানুষের মাঝে সচেতনতা মূলক ক্যাম্পেইন করেছে। কার্যক্রমের প্রধান পৃষ্ঠপোষক সংগঠনের উপদেষ্টা মো. মোস্তফা কামাল রোকন।
এ বিষয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা মানিকুর রহমান বলেন, তাদের সংগঠন আগামীতে বাংলাদেশের ৬৪ জেলার রেললাইনে এই কার্যক্রম চালিয়ে যাবে। বিশেষ করে রেলের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকা যেগুলো ঝুকিপূর্ণ সেসব এলাকায় তাদের নজর বেশি গুরুত্বপূর্ণ।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন