চবি প্রতিনিধি: আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির সাথে তরুণ প্রজন্মকে পরিচিত করার লক্ষ্যে এবং বাঙালি চেতনায় উদ্বুদ্ধ করতে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোট’ গত বছরের ন্যায় এবারও আয়োজন করতে যাচ্ছে শীতকালীন পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
রোববার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে সকাল ৯ টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এই জমকালো পিঠা উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিভিন্ন পদের শতাধিক পিঠা প্রদর্শন করা হবে।
আয়োজকসূত্রে জানা যায়, এবারের উৎসবে অংশ নিচ্ছে জোটভুক্ত পাঁচটি সাংস্কৃতিক সংগঠন। অঙ্গন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, লোকজ সাংস্কৃতিক সংগঠন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ, প্রথম আলো বন্ধু সভা এবং রঁদেভু শিল্পীগোষ্ঠী।
এই বিষয়ে পিঠা উৎসব আয়োজক কমিটির আহ্বায়ক রায়হান সুমন বলেন, আবহমান গ্রামবাংলার ঐতিহ্য হচ্ছে পিঠা, এই ঐতিহ্যকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এবং ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের হরেকরকম পিঠার স্বাদ আস্বাদন করার সুযোগ করে দেয়ার লক্ষ্যে বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারো আমরা এই শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করেছি।
প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে সাংস্কৃতিক জোট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পিঠা উৎসবের আয়োজন করে যাচ্ছে। এটি তাদের চতুর্থ পিঠা উৎসব।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন