চবি প্রতিনিধি: জেলা প্রশাসকের আশ্বাসের ভিত্তিতে আগামীকাল সোমবার থেকে ক্লাসে ফেরার সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা। তবে ক্লাসে ফিরলেও মূল ভবনে ক্লাস না করে খোলা মাঠেই ক্লাস করবেন তারা।
রোববার (২২ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিনের সাথে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এই ঘোষণা দেন শিক্ষার্থীরা।
এর আগে এর আগে গতবছর ২ নভেম্বর থেকে ২২ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ও ক্লাসবর্জন শুরু করেন চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। প্রশাসন দাবি মানতে ইতিবাচক সাড়া দিলেও পরে ২২ দফা দাবি হঠাৎই মূল ক্যাম্পাসে ফেরার এক দফা দাবিতে রূপ নেয়। শিক্ষার্থীদের বক্তব্য, মূল ক্যাম্পাস ছাড়া তাদের এই ২২ দফা দাবির সবগুলো পূরণ করা সম্ভব নয়। এর বাইরে ১১ বছর ধরে দৃশ্যমান কোনো সংস্কার কিংবা অগ্রগতি তারা দেখেননি। তাই মূল ক্যাম্পাস বিচ্ছিন তারা আর থাকতে চান না। এক দাবিতেই গত ৮২ দিন ধরে তারা তাদের আন্দোলন চালিয়ে যান। সর্বশেষ আন্দোলনের বিষয়ে শনিবার শিক্ষার্থীদের সাথে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন