শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

চবি শিক্ষক সমিতি: নির্বাচন কমিশনারের পদত্যাগ

সোমবার, জানুয়ারী ৩০, ২০২৩

প্রিন্ট করুন

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন করতে গঠিত কমিশন থেকে এক সদস্য পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি অ্যাকাডেমিক কাজে ব্যাঘাত উল্লেখ করেন।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে ওই কমিশনার পদত্যাগ করেন। পদত্যাগকারী কমিশনারের নাম অধ্যাপক ড. মুহাম্মদ মঈন উদ্দীন।

বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, আমি পদত্যাগ পত্র জমা দিয়ে এসেছি। আজকে আমার বিভাগের পরীক্ষা ছিল সেখানে আমি থাকতে পারিনি, ক্লাসের প্রিপারেশনেরও একটা ব্যপার আছে সঙ্গে। সর্বোপরি আমার একাডেমি কাজে ব্যাঘাত ঘটছে বিধায় আমি পদত্যাগ পত্র জমা দিয়েছি।

এর আগে দুপুরে দিকে এক প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের আবেদন করলেও তা নির্বাচন কমিশন গ্রহণ করেনি বলে অভিযোগ করেন হলুদ দলের আহ্বায়ক অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী।

তিনি বলেন, হলুদ দলের প্রার্থীদের বিপরীতে যুগ্ম সম্পাদক পদে মনোনয়ন জমা দেওয়া প্রার্থী ড. আদনান মান্নান নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেছিলেন। নির্বাচন কমিশন তাকে জানিয়েছেন দুপুর একটার মধ্যে হার্ড কপি জমা দিলে হবে। তিনি একটার মধ্যে হার্ড কপি জমা দিলেও কমিশন তা গ্রহণ করেনি।

তিনি আরও বলেন, দেশের সব কার্যক্রম এখন অনলাইনে হচ্ছে। প্রধানমন্ত্রী এখন স্মার্ট বাংলাদেশের কথা বলছেন। এই স্মার্ট বাংলাদেশ হবে ডিজিটালের মাধ্যমেই৷ কিন্তু সেখানে কমিশন অনলাইনে আবেদন গ্রহণ করলো না। এটা দুঃখজনক।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন