সিএন প্রতিবেদক: যুক্তরাষ্ট্র প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আব্দুল কাদের মিয়ার পিতা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার (০১ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক আটটার দিকে চট্টগ্রামস্থ হালিশহর এইচ ব্লকে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের প্রথম নামাজে জানাযাহ বাদ জোহর হালিশহর এইচ ব্লক মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়৷ পরে বিকেল পাঁচটার দিকে সন্দ্বীপ নাইবেরগো স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
এদিকে আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল কাদের মিয়ার পিতার মৃত্যুতে শোক জানিয়েছেন সন্দ্বীপ, চট্টগ্রাম ও যুক্তরাষ্ট্রের বিশিষ্টজনেরা। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন