শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

সোনাইছড়ি ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

রবিবার, ফেব্রুয়ারী ৫, ২০২৩

প্রিন্ট করুন

সোনাইছড়ি ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে তিন শতাধিক শিক্ষার্থীর ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ৫ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে সীতাকুণ্ড উপজেলার ঘোড়ামাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীর ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।

সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম রিয়াদ জিলানী’র সহযোগিতায় সোনাইছড়ি ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন এর আয়োজন করা হয়।

ক্যাম্পেইন উদ্বোধনকালে এস এম রিয়াদ জিলানী বলেন,স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে ছাত্রলীগের প্রতিটি পর্যায়ের নেতাকর্মীদের ভিশন ২০৪১ পূরণ লক্ষে সাংগঠনিক দক্ষতা অর্জনের পাশাপাশি মানবিক ছাত্রলীগ হিসেবে গড়ে উঠার কোন বিকল্প নেই। সে লক্ষে তৃণমূল ছাত্রলীগের আঁতুড়ঘর ওয়ার্ড পর্যায় থেকেই সাংগঠনিক ও মানবিকতার যে প্রচেষ্টা সোনাইছড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ছাত্রলীগের নিবেদিত কর্মীরা শুরু করেছে তা সত্যিই প্রশংসার দাবিদার।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন