শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

চবি শিক্ষক সমিতির নির্বাচন: ‘ভিসিপন্থী’ প্যানেলের ভরাডুবি

বুধবার, ফেব্রুয়ারী ৮, ২০২৩

প্রিন্ট করুন

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতির নির্বাচনে ‘ভিসিপন্থী’ প্যানেলের ভরাডুবি হয়েছে। ১১ টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৭ টিতেই জয় পেয়েছে আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের সংগঠন হলুদ দলের প্যানেলের প্রার্থীরা।

বুধবার (০৮ ফেব্রুয়ারি) সকাল নয়টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে ভোট গ্রহণ চলে। ভোট গণনা শেষে রাত সোয়া আটটার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দীন।

বিজয়ী যারা:

সভাপতি পদে নির্বাচিত হয়েছেন হলুদ দলের প্রার্থী রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকি, সহ-সভাপতি পদে হলুদ দলের প্রার্থী নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আলা উদ্দিন, কোষাধ্যক্ষ পদে হলুদ দলের প্রার্থী ড. মুহাম্মদ আলী আরশাদ চৌধুরী, সাধারণ সম্পাদক পদে হলুদ দলের প্রার্থী ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক আবদুল হক, যুগ্ম সম্পাদক পদে হলুদ দলের বিদ্রোহী জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান নির্বাচিত হয়েছেন। এছাড়া ৬ টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে- হলুদ দলের বিদ্রোহী আইন বিভাগের অধ্যাপক ড. রকিবা নবী, হলুদ দলের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী, হলুদ দলের বিদ্রোহী ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের অধ্যাপক ড. মো. দানেশ মিয়া, হলুদ দলের মার্কেটিং বিভাগের অধ্যাপক এস. এম. সালামত উল্যা ভূঁইয়া, হলুদ দলের বিদ্রোহী আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদুল আলম, হলুদ দলের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. লায়লা খালেদা।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন