মস্কো, রাশিয়া: যুক্তরাষ্ট্রের সাথে গুরুত্বপূর্ণ একটি পরমাণু চুক্তি বাতিল ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) স্টেট অব দ্য ন্যাশনের ভাষণে যুক্তরাষ্ট্রের সাথে সবশেষ পরমাণু চুক্তি ‘নিউ স্টার্ট’ স্থগিত করেছেন তিনি।
রাশিয়া ও যুক্তরাষ্ট্র উভয়ের কাছেই পরমাণু অস্ত্রের বিশাল মজুদ রয়েছে। তবে পরমাণু নিরস্ত্রীকরণের লক্ষ্যে ২০১০ সালে ‘নিউ স্টার্ট’ চুক্তিতে সই করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।
আগামী ২০২৬ সালে চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু তার আগেই চুক্তি স্থগিত করল রাশিয়া। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের এক বছর পূর্ণ হতে যাচ্ছে। ইউক্রেন অভিযানের এক বছর পূর্তি সামনে রেখে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) স্টেট অব দ্য ন্যাশনের ভাষণ দেন পুতিন।
দেশের রাজনৈতিক ও সামরিক অভিজাতদের উপস্থিতিতে দেয়া ওই ভাষণে ভ্লাদিমির পুতিন বলেন, ‘আমি আজ ঘোষণা করতে বাধ্য হচ্ছি যে, কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তিতে তার অংশগ্রহণ স্থগিত করছে রাশিয়া।’
তিনি আরো বলেন, ‘ওয়াশিংটনের কিছু লোক ফের পরমাণু পরীক্ষা শুরু করার চিন্তাভাবনা করছে। এর প্রেক্ষিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও পরমাণু করপোরেশনেরও পরমাণু অস্ত্র পরীক্ষার জন্য প্রস্তুত হওয়া উচিত।’
তবে এ ক্ষেত্রে রাশিয়া প্রথমে চুক্তি ভঙ্গ করবে না বলেও জানান পুতিন। তিনি বলেন, ‘অবশ্যই, আমরা প্রথমে সেটা করব না। তবে যুক্তরাষ্ট্র যদি পরীক্ষা চালায়, তবে আমরাও করব।’
নিউ স্টার্ট চুক্তি উভয় পক্ষকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সাবমেরিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন ও বোমারু বিমানগুলোতে এক হাজার ৫৫০টি ওয়ারহেডের মধ্যে সীমাবদ্ধ করে। উভয় পক্ষই ২০১৮ সালের মধ্যে কেন্দ্রীয় সীমা পূরণ করে।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন