বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

শিরোনাম

দেশে ফেরা হলো পাঁচ প্রবাসীর, ফ্লাইটে ওঠার আগে দ. আফ্রিকার সড়কেই প্রাণ গেল

শুক্রবার, ফেব্রুয়ারী ২৪, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদক: দেশে ফেরার সব প্রস্তুতি সম্পন্ন। কিছুক্ষণ পরই ফ্লাইট। কিন্তু ফ্লাইটে আর উঠা হলো না। দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক শিশুসহ কমপক্ষে পাঁচ বাংলাদেশির। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর দেশে ফেরার জন্য তাঁরা একটি প্রাইভেট কারে কেপটাউন বিমানবন্দরের দিকে রওনা হন। প্রিটোরিয়া থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে বিউফোর্ট ওয়েস্ট শহরে দ্রুতগামী একটি লরির সঙ্গে তাঁদের গাড়িটির সংঘর্ষ হয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। গুরুতর আহত অন্য দুই বাংলাদেশিকে হেলিকপ্টারে করে পাশের শহর জর্জের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

দ. আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের তথ্যের ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা বিভাগের মহাপরিচালক তারিকুল ইসলাম জানান, নিহতরা হলেন—আবুল হোসেন (৪৫), তাঁর ছেলে নাদিম হোসেন (১০), রাজু আহমেদ (৩৪), ইসমাইল হোসেন (৩৮) ও মোস্তফা কামাল (৪০)। তাঁরা সবাই ফেনী সদর উপজেলা ও দাগনভূঞা উপজেলার বাসিন্দা।

আহত দুই ব্যক্তি হলেন—ফেনীর দাগনভূঞার আনিসুল হক মিলন (৩৮) ও গোপালগঞ্জের নাহিদ আহমেদ (৩৫)। দূতাবাস হতাহতদের বিষয়ে খোঁজখবর নিচ্ছে বলে জানান মহাপরিচালক তারিকুল ইসলাম।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন