সিএন প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণ বেড়ে গেছে। বিরল এই রোগে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় প্রশাসন।
ফ্লোরিডার দক্ষিণ পশ্চিমের শালর্ট কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ওই ব্যক্তি ট্যাপের পানি ব্যবহার করার সময় সম্ভবত নাকের মাধ্যমে প্রবেশ করে এই অ্যামিবা। পরবর্তীতে অ্যামিবা মার মগজ খেয়ে নেয়।
জানা যায়, অ্যামিবা সাধারণত সুইমিং পুল, হ্রদ ও পুকুরের মতো উষ্ণ স্বচ্ছ পানিতে বাস করে। এটি নাক দিয়ে প্রবেশ করলে গুরুতর সংক্রমণ হতে পারে। তবে মুখের মাধ্যমে পেটে গেলে পাকস্থলীর অ্যাসিড একক কোষের অণুজীবকে মেরে ফেলে।
এই অ্যামিবায় সংক্রামিত হলে অ্যামেবিক মেনিনগোএনসেফালাইটিস নামের একটি রোগে আক্রান্ত হয়। এই রোগের লক্ষণ হলো জ্বর, মাথা ঘোরা, মাথাব্যথা ও বমি ভাব, খিঁচুনি ও হ্যালুসিনেশন।
‘নিগলেরিয়া ফাওলেরি’ নামের এই এককোষী প্রাণী নাক দিয়ে প্রবেশ করলে ভয়াবহ পরিণতি ঘটতে পারে। তবে পেটে গেলে সাধারণত কোনো সমস্যা হয় না বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ সংস্থার (সিডিসি) তথ্য অনুসারে সংক্রমণ প্রায় সব সময়ই মারাত্মক।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন