শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫

শিরোনাম

চট্টগ্রাম-সিলেট বন্দর ব্যবহার করতে ভারতকে প্রধানমন্ত্রীর প্রস্তাব

রবিবার, মার্চ ১৯, ২০২৩

প্রিন্ট করুন
বৃহস্পতিবার দেশবাসীকে শপথ পাঠ করাবেন প্রধানমন্ত্রী min

সিএন প্রতিবেদন: বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্য সম্পর্ক আরও বৃদ্ধি করতে ভারতকে চট্টগ্রাম সমুদ্রবন্দর ও সিলেট স্থলবন্দর ব্যবহারের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৯ মার্চ) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে গভর্নিং কাউন্সিল অব ইন্ডিয়া ফাউন্ডেশন রাম মাধব সাক্ষাৎকালে তিনি এই প্রস্তাব দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘ভারত চাইলে আমাদের চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহার করতে পারে। যা এই অঞ্চলের যোগাযোগ বৃদ্ধি মানুষে মানুষে যোগাযোগ বাড়াতে সহায়ক হবে’।

এ সময় রাম মাধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য নেতৃত্বে বাংলাদেশের অসামান্য আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়োসী প্রশংসা করেন। পাশাপাশি তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে এবং আমি আশা করছি যে-ভবিষ্যতেও এই সম্পর্ক অব্যহত থাকবে।’

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন