বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

শিরোনাম

চবি হিস্ট্রি ক্লাবের কর্মশালা অনুষ্ঠিত

সোমবার, মার্চ ২০, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উচ্চশিক্ষা ও চাকরি বিষয়ক “KNOW THYSELF 2.0 ” কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ মার্চ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিস্ট্রি ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থগার মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন

কর্মশালায় শিক্ষার্থীদের কর্পোরেট দক্ষতার উন্নতির লক্ষ্যে যোগাযোগ,পাবলিক স্পিকিং,লিডারশীপ,আইটি সিকিউরিটি, নেতৃত্বদান,সিভি রাইটিং,শুদ্ধ উচ্চারণ এবং উপস্থাপনা সহ কর্পোরেট জগতের জন্য প্রয়োজনীয় দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

এ সময় তিনি বলেন,শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয়ে এমন কর্মশালা খুবই গুরুত্বপূর্ণ।যা চাকরি জীবনে সহায়ক হবে।  বিভিন্ন চাকরিদাতা প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের দক্ষ পেশাজীবী হিসাবে গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করতে হবে।বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় নিজেকে গঠন করে এগিয়ে যেতে হবে।

ক্লাবের মডারেটর ও বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতিক বিভাগের সহযোগী অধ্যাপক ড.মোঃ মোরশেদুল আলম বলেন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হিস্ট্রি ক্লাব শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের উদ্দেশ্যে দীর্ঘদিন যাবত কার্যক্রম পরিচালনা করে আসছে।শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের পাশাপাশি কর্মস্থানের বিভিন্ন ক্ষেত্রসমূহ বিষয়ে তাদের অবগত করছে।ক্যারিয়ার গঠন মূলক বিভিন্ন  ট্রেনিং আয়োজনের মাধ্যমে চাকরি ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির কাজে সাহায্য করছে। আমি মনে করি চবি প্রশাসনের সহযোগিতায় এটি আরো বহুদূর এগিয়ে যাবে এবং চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সামগ্রিকভাবে ভূমিকা রাখবে।

চবি হিস্ট্রি ক্লাবের সভাপতি জিসু মিত্রের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে উপ উপচার্য প্রফেসর বেনু কুমার দে, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক খায়রুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড.মুহাম্মদ সাখাওয়াত হুসাইন, হিস্টি ক্লাবের এডভাইজার ড. মোঃ আহসানুল কবীর, ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক  আবু ছায়েদ মামুন, ইভেন্ট এডিশনাল কো-অর্ডিনেটর মহিউদ্দিন।

প্রসঙ্গত, চিটাগং ইউনিভার্সিটি হিস্ট্রি ক্লাব ২০১৭ সালের ২২ আগস্ট প্রতিষ্ঠা লাভ করে। ক্লাবের মূল উদ্দেশ্য ইতিহাসকে প্রজন্মের উপযোগী করে উপস্থাপনের মাধ্যমে ইতিহাসের প্রতি আগ্রহ সৃষ্টি করা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন