সিএন প্রতিবেদন: যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোন সাবেক প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো ফৌজদারি মামলায় অভিযুক্ত হলেন ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (৩০ মার্চ) তাকে অভিযুক্ত করেছে ম্যানহাটানের একটি গ্রান্ড জুরি। তবে অভিযোগের সঠিক কারণ নিশ্চিত না হলেও ধারণা করা হচ্ছে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের অভিযোগেই তাকে অভিযুক্ত করা হয়েছে।
এদিকে ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে তার বিরুদ্ধে ওঠা অভিযোগকে ‘রাজনৈতিক নিপীড়ন’ বলে অভিহিত করেছেন। অ্যাটর্নি ব্র্যাগকে তিনি ‘কলঙ্ক’ বলে আক্রমণ করেছেন এবং ভবিষ্যদ্বাণী করেছেন, এই সিদ্ধান্ত ২০২৪ সালের নির্বাচনে ডেমোক্র্যাটদেরই ক্ষতি করবে।
গ্রেফতার না আত্মসমর্পণ?
এদিকে ফৌজদারি মামলায় অভিযুক্ত হওয়ার পর থেকে মার্কিনিদের আগ্রহের শীর্ষে রয়েছে ট্রাম্প কি গ্রেফতার হবেন নাকি আত্মসমর্পণ করবেন? তবে সূত্র বলছে, ট্রাম্প আগামী মঙ্গলবার (৪ এপ্রিল) নিউইয়র্কের আদালতে আত্মসমর্পণ করতে পারেন। ওই দিন আদালতে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ পড়ে শোনানো হবে। ১০ থেকে ১৫ মিনিট হতে পারে সেই শুনানি। যদিও সময়সূচি এখনও চূড়ান্ত নয়। তা আগে পরেও হতে পারে।
আর ট্রাম্প যদি আত্মসমর্পণ না করে গ্রেফতার হন, তবে সব প্রক্রিয়া যথাযথ নিয়ম মেনে চলবে। অর্থাৎ, তিনি ফ্লোরিডার বাড়ি থেকে নিউইয়র্ক সিটি কোর্টহাউসে হাজিরা দিতে যাবেন। অন্য আসামিদের মতোই পুলিশের কাছে আনুষ্ঠানিক বুকিং, আঙুলের ছাপ দেওয়া এবং ছবি তুলবেন।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন