বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

চবির চন্দনাইশ স্টুডেন্টস এসোসিয়েশনের নেতৃত্বে তাহমিদ-জাবের-কায়াচুল

শুক্রবার, এপ্রিল ৭, ২০২৩

প্রিন্ট করুন

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) নির্বাচনী এলাকার শিক্ষার্থীদের সংগঠন “চন্দনাইশ স্টুডেন্টস’ এসোসিয়েশনের (সিএসএ) নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে কার্যনির্বাহী সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. তাহমিদুর রহমান মুন্না। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহ্জাদা সৈয়দ জাবের হাসান। এছাড়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন কায়াচুল আলম।

সম্প্রতি সংগঠনের ২০২২-২০২৩ সেশনের কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন চলাকালীন সময়ে উপদেষ্টামণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন, সিএসএ’র প্রতিষ্ঠাতা আহ্বায়ক মোহাম্মদ নুরুদ্দীন চৌধুরী (রোমেল), মুলকুতুর রহমান মুনির, মো. তাহের উদ্দীন, এডভোকেট খালেক সামি, এডভোকেট শওকতুল আলম, আব্দুল্লাহ আল ফারুক, কামাল মাসহাদ, এডভোকেট মিরাজ মিয়া, জাহিদুল ইসলাম জাহী, উত্তম বিশ্বাস, শাহ্জাদা জিয়াউদ্দীন রোহান, আবির হাসান তানজীব, মোহাম্মদ ইলিসায়, সদ্য বিদায়ী সভাপতি নোমান বিন হাসান রেজা ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন