ডেমোক্রেট প্রাইমারি নির্বাচনে কুইন্স বোরো প্রেসিডেন্ট পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর এলিজাবেথ ক্রাউলির জয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ধনবান রিচার্ডের সাথে ভোটের ফলাফল সামান্য ব্যবধান রয়েছে। সব মেইলিং ভোট গণনা হলে এলিজাবেথ ক্রাউলি নির্বাচিত হবেন বলে ভোটারদের বিশ্বাস। ৩ জুলাই ১৬৫-১৯ হিলসাইডে শুক্রবার সন্ধ্যা ৭ টায় বাংলাদেশী ভোটারদের আয়োজনে এলিজাবেথ ক্রাউলির জয়ের ব্যাপারে ভোটাররা দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন। কমিউনিটি এক্টিভিষ্ট দিলীপ নাথের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন কমিউনিটি এক্টিভিষ্ট শরাফ সরকার, এডভোকেট মুজিবুর রহমান, সাইফুল্লাহ ভূঁইয়া, সাইফুর খান, বেলাল চৌধুরী, আবদুল আওয়াল, জহুরুল ইসলাম, সঞ্জীব জিন্দাল ও রাসিক মালিক।
এলিজাবেথ ক্রাউলি বলেন, ভোটের হিসাব অনুযায়ি অনেকটা নিশ্চিত বলা যায় ডেমোক্রেট প্রাইমারিতে আমিই বোরো প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে নির্বাচিত হব। তবে আমি এখন কোন ঘোষনা দিতে চাইনা। ভোট গণনার শেষ হলে আমরা বিজয় উল্লাস করবো এটা আশা রাখছি। তিনি শেষ পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থেকে সার্বিক সহযোগিতা করার আহবান জানান।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন