সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

শিরোনাম

বিএনপি-আ.লীগের সংঘর্ষে রণক্ষেত্র ওয়াশিংটন, আহত অনেক

মঙ্গলবার, মে ২, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকরা। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। পাশাপাশি কয়েকজনকে আটকের খবর পাওয়া গেছে।

সোমবার (০১ মে) স্থানীয় সময় সকালে বিশ্বব্যাংকের সদর দপ্তরের সামনে এ ঘটনা ঘটে। সংঘর্ষে বিশ্বব্যাংকের আশপাশ রণক্ষেত্রে পরিণত হয়।

জানা যায়, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সোমবার সকালে বিশ্ব ব্যাংকের সামনে জয় বাংলা সমাবেশের ডাক দেয়। একই সময়ে সেখানে যুক্তরাষ্ট্র বিএনপি প্রতিরোধ সমাবেশের ডাক দেয়। সকাল থেকে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ করতে থাকেন। সমাবেশের আগেই উভয় দলের সমর্থকরা উত্তেজিত হয়ে পড়ে। এক পর্যায়ে ব্যানার নিয়ে টানাটানি এবং সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান আহত হয়েছেন বলে জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকজনকে আটক করেছে।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন