চবি প্রতিনিধি: গ্রীষ্মের তীব্র দাবদাহে পাহাড় থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেমে এসেছে বিশালাকৃতির এক অজগর সাপ। সাপটি লম্বায় ১২ ফুট। ওজন আনুমানিক ২০ কেজি।
মঙ্গলবার (০৯ মে) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদসংলগ্ন কলোনি থেকে সাপটি উদ্ধার করেন প্রাণিবিদ্যা বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ও ভেনম রিসার্চ সেন্টারের গবেষক রফিকুল ইসলাম। পরে সাপটিকে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ সংলগ্ন গহীন জঙ্গলে অবমুক্ত করা হয়।
রফিক ইসলাম বলেন, ‘কলোনির বাসিন্দারা আমাদের খবর দিলে আমরা গিয়ে সাপটিকে উদ্ধার করি। এটি পাহাড় থেকে লোকালয়ে চলে এসেছিল। উদ্ধারে পর সাপটিকে নির্জন আরেকটি পাহাড়ে অবমুক্ত করে দেয়া হয়েছে।’
রফিক আরও বলেন, সাপটি বার্মিজ পাইথন (Python bivittatus) বা অজগর সাপ। এটি প্রায় ১২ ফুট লম্বা হবে, ওজন ২০ কেজির বেশি হবে। অজগর সাপ বিষধর সাপ না। খাবারের সন্ধানে এরা মাঝেমধ্যে লোকালয়ে চলে আসে। মানুষ বিরক্ত না করলে এরা কোনো ক্ষতি করে না।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন