সিএন প্রতিবেদন: বোয়ালখালী থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সুবিধার্থে এবারও ফ্রি বাস সার্ভিস চালু করেছে চবির বোয়ালখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন। এই সার্ভিসের সেবা নিতে বোয়ালখালীর প্রত্যন্ত অঞ্চল থেকে প্রায় চারশত শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করেছে।
মঙ্গলবার (১৬ মে) ষোলশহর স্টেশন সংলগ্ন শপিং কমপ্লেক্স উত্তর গেইটে এই বাস সার্ভিসের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ নোমান আল মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বোরহান উদ্দিন এমরান, সংগঠনের উপদেষ্টা মো. মিজানুর রহমান খান, বর্তমান সভাপতি ফজলুল কাদের ও সাধারণ সম্পাদক কফিল উদ্দিন।
সংক্ষিপ্ত বক্তব্যে নোমান আল মাহমুদ বলেন, এধরনের সেবামূলক কার্যক্রমে অংশ নিতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতে এই সংগঠনের সকল কর্মকান্ডে আমি আপনাদের সাথে আছি।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন