সিএন প্রতিবেদন: হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির ও আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২জুন) রাত ১টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। আজ শনিবার মাগরিবের নামাজের পর মাদ্রাসার মাঠে জানাজা অনুষ্ঠিত হবে।
আল্লামা ইয়াহইয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তাঁর ব্যক্তিগত সহকারী মাওলানা হাবিব আনোয়ার। তিনি জানান, আজ শনিবার বাদ মাগরিব হাটহাজারী মাদ্রাসার মাঠে আল্লামা ইয়াহইয়ার জানাজা অনুষ্ঠিত হবে।
আল্লামা ইয়াহইয়া গত কয়েক মাস ধরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা নিচ্ছিলেন। ওই হাসপাতালে তাঁর ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককেও যান। সেখান থেকে চিকিৎসা নিয়ে ২৫ মে তিনি দেশে ফেরেন।
আল্লামা ইয়াহইয়া ১৯৪৭ সালে চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার অন্তর্গত আলমপুর গ্রামের কাজী সালেহ আহমদ বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন। ২০২১ সালের ৮ সেপ্টেম্বর দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন