সোমবার, ১১ নভেম্বর ২০২৪

শিরোনাম

ইরাকে হাসপাতালের কোভিড ওয়ার্ডে ‘অক্সিজেন ট্যাংক বিস্ফোরণ’, নিহত ৪০

মঙ্গলবার, জুলাই ১৩, ২০২১

প্রিন্ট করুন
iraq fire 1
iraq fire 1

ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর নাসিরিয়াতে আল-হুসেইন হাসপাতালের কোভিড-১৯ আইসোলেশন ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ৪০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। গতকাল সোমবারের আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত না হওয়া গেলেও প্রাথমিক সংবাদে অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের কথা বলা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার রাতে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে। নিহতদের মরদেহ হাসপাতালের বাইরে আনা হচ্ছে এবং উদ্ধারকর্মীরা এখনও কাজ করছেন।

স্বাস্থ্য কর্মকর্তা হায়দার আল-জামিলি সংবাদ সংস্থা এএফপির নিকট আশঙ্কা প্রকাশ করে বলেন, কোভিড ওয়ার্ডটিতে ৬০ জন রোগীর চিকিৎসার বন্দোবস্ত ছিল। ফলে সেখানে এখনও লোকজন আটকে থাকতে পারে।

অগ্নিকাণ্ডের পর হাসপাতালের বাইরে বিক্ষোভ করেন স্থানীয়রা। সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতালটির পরিচালনায় যুক্তদের পদত্যাগ দাবি করা হয়।

ইরাকের পার্লামেন্টের স্পিকার মোহামেদ আল-হালবুসি টুইটে বলেছেন, ‘ইরাকিদের জীবনরক্ষায় ব্যর্থতার স্পষ্ট প্রমাণ হিসেবে দেখা দিয়েছে এই আগুন। এই ভয়াবহ ব্যর্থতার ইতি টানার সময় এখনই।’

গত এপ্রিলে রাজধানী বাগদাদের একটি হাসপাতালে অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের পর লাগা আগুনে ৮২ জনের মৃত্যু হয়। ওই ঘটনার দায় নিয়ে পদত্যাগ করেন স্বাস্থ্যমন্ত্রী হাসান আল-তামিমি।

মহামারি করোনাভাইরাসের আক্রমণের ফলে হিমশিম খাচ্ছে দীর্ঘদিনের যুদ্ধ সংঘাত ও দুর্নীতিতে পর্যুদস্ত ইরাকের স্বাস্থ্য খাত।

ইরাকে এ পর্যন্ত ১৪ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স ইউনিভার্সিটি এসব তথ্য জানিয়েছে।

চার কোটি মানুষের দেশ ইরাকের মাত্র ১০ লাখের কিছু বেশি মানুষকে কোভিড টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন