বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

নিরাপদ পানি সরবরাহে চট্টগ্রাম ওয়াসার ৪০০ মিলিয়ন ডলারের প্রস্তাবনা

শনিবার, জুন ১৭, ২০২৩

প্রিন্ট করুন

চবি প্রতিনিধি: অনাবৃষ্টি ও জলাবায়ু পরিবর্তনের ফলে দ সৃষ্ট লবণাক্ততা দূরীকরণে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ ৪০০ মিলিয়ন ডলারের প্রস্তাবনা পেশ করেছে। আন্তর্জাতিক ঋণ সংস্থা কোরিয়ার অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল (ইডিসিএফ) এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) প্রকল্পটিকে সমর্থন ও বাস্তবায়নে আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

জানা যায়, ফ্রান্সে সদর দপ্তর অবস্থিত একটি পরামর্শক প্রতিষ্ঠানর সহযোগিতায় চট্টগ্রাম ওয়াসা ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (সিডব্লিউআইপি) শিরোনামের একটি কনসেপ্ট নোট তৈরি করেছে ওয়াসা। এতে ইনটেক স্টেশন, পাইপ লাইন এবং নতুন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণের প্রস্তাব করা হয়েছে। নোটে কর্ণফুলী নদীর পৃষ্ঠ থেকে পানি উত্তোলনের জন্য ইনটেক স্টেশন, পাইপলাইন এবং নতুন পানি শোধনাগার নির্মাণেরও প্রস্তাব করা হয়েছে।

চট্টগ্রাম ওয়াসা সাধারণত প্রতি বছর ১৫ থেকে দিন লবণাক্ততার সংকটের সম্মুখীন হয়। গ্রীষ্মকালে এই সংকট প্রকট আকার ধারণ করে। তবে এ বছর কম বৃষ্টিপাত এবং কাপ্তাইয়ের কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র থেকে পানি কম নিষ্কাশনের কারণে প্রায় তিন মাস লবণাক্ততা থাকে।

চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বলেন, ধারণাপত্রের ভিত্তিতে একটি প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাব (পিডিপিপি) বর্তমানে প্রস্তুত করা হচ্ছে। পিডিপিপি এই মাসে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) জমা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। পরে দাতা সংস্থাগুলি দ্বারা প্রস্তাবটি পর্যালোচনা করা হবে, এবং সেই অনুযায়ী সম্ভাব্যতা অধ্যয়ন শুরু হবে।

প্রসঙ্গত, চট্টগ্রাম ওয়াসার পানির উৎস হালদা নদীতে জোয়ারের লবণাক্ত পানি প্রবেশ করায় ও শুষ্ক মৌসুমের কারণে বেশ বিপাকেই রয়েছে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ স্বাভাবিক অবস্থায় যেখানে লবনের পরিমাণ ১০০ – ৩০০ মিলিগ্রাম থাকে সেখানে মোহরা প্রকল্পের পানি সংগ্রহ পয়েন্টে লবণাক্ততা প্রায় ১৭০০ মিলিগ্রাম।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন