সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

‘উৎসব কুরিয়ার’ এখন নিউইয়র্কে হিলসাইড এভিনিউতে

শুক্রবার, জুলাই ১৬, ২০২১

প্রিন্ট করুন
cu 1

নিউইয়র্ক: এখন থেকে নিউইয়র্কে পাওয়া যাবে বৃহত্তম অনলাইন সংগ্রহ ‘উৎসব কুরিয়ার’ এর সেবা। নিউইয়র্কের জ্যামাইকা হিলসাইড এভিনিউতে (বোম্বে ট্রাভেলস অ্যান্ড গ্রাফিকস সংলগ্ন) গত ১৫ জুলাই থেকে শুরু হয়েছে ‘উৎসব কুরিয়ার’ এর নতুন অফিসের কার্যক্রম।

এ দিকে, হিলসাইড এভিনিউতে নতুন অফিস চালু উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ‘উৎসব কুরিয়ার’ কর্তৃপক্ষ। স্থানীয় সময় সোমবার (১৯ জুলাই) সন্ধ্যায় পানসি ব্যাক গার্ডেনে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, বাংলাদেশ, ফ্রান্স, জার্মানি, ভারত, ইতালি, মালয়েশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, আমেরিকা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াসহ দেশগুলোতে উপহার পাঠানোর বৃহত্তম অনলাইন সংগ্রহ ‘উৎসব কুরিয়ার’। প্রতিষ্ঠানটি বাংলাদেশের বেশিরভাগ শহরে উপহারও সরবরাহ করে থাকে। ‘উৎসব কুরিয়ার’ বিশ্বের যে কোন জায়গায় প্রিয়জনকে উপহার পাঠানোর জন্য সেরা ওয়েবসাইট।

উপহারের আইটেম এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বিশাল সংগ্রহ রয়েছে প্রতিষ্ঠানটির। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, মধ্য প্রাচ্য, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের বিভিন্ন শহরগুহরে গ্রাহকদের উপহার সর্বদা সময়মত সরবরাহ করে উৎসব কুরিয়ার। সপ্তাহে সাত দিন খোলা থাকে ‘উৎসব কুরিয়ার’ এর অফিস।  বাংলাদেশ থেকে উপহার পাঠানোর জন্য হাজার হাজার গ্রাহক ‘উৎসব কুরিয়ার’কে তাদের প্রথম পছন্দ বেছে নেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন