সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

আইনজীবী শাহ আলম চৌধুরী আর নেই; সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউএসএ ইনক’র শোক

শনিবার, জুলাই ১৭, ২০২১

প্রিন্ট করুন
news 2 1

নিউইয়র্ক: নিউইয়র্ক ব্রঙ্কসের পরিচিত মুখ ডাক্তার রুমানা সবুরের পিতা আইনজীবী শাহ আলম চৌধুরী আর নেই। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন। গত সোমবার (১২ জুলাই) তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। মঙ্গলবার (১৩ জুলাই) ব্রঙ্কসের পার্কচেস্টা জামে মসজিদে বাদ যোহর মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। লাশ দাফন করা হয় নিউজার্সিতে। জানাযায় সম্মিলিত বরিশালবাসীর নেতৃবৃন্দ ছাড়াও প্রবাসের অসংখ্য ব্যক্তিবর্গ অংশ নেন।

মরহুম শাহ আলম চৌধুরী সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউএসএ ইনক’র নীতি নির্ধারক ও ব্রঙ্কস ওয়েস্টচেস্টের কাউন্টির ডাক্তার আবদুস সবুরের শ্বশুর।

এ দিকে, শাহ আলম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ‘সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউএসএ ইনক।’ এক বিবৃতিতে সমিতির পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও উনার পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

বিবৃতি দাতারা হলেন ‘সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউএসএ ইনক’র সভাপতি জসিম চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, নীতি নির্ধারক মো. ওয়াদুদ তালুকদার, ডাক্তার আবদুস সবুর, মো. মহসিন, মামুনুর রশিদ, মো. কাযকোবাদ খান, স্বপন মো. সরদার, সিনিয়র সহ সভাপতি মো. শাহ আলম, কামরুজ্জামান বাচ্চু, মো. সাইদুর রহমান, নজরুল আলম চৌধুরী, হাবিব রহমান, তরিকুল ইসলাম প্রিন্স, জুয়েল লস্কর, সহ সভাপতি পারভীন গাজী, শবিতা দাশ, আবু জাফর ফরাজী, মোবাশ্বেরা বেগম, আইন বিষয় সম্পাদক এ্যাডভোকেট জাকির হোসেন মিয়া, সাংস্কৃতিক সম্পাদক ফরিদ রহমান, মহিলা বিষয়ক সম্পাদক শামিমা বেগম সুরমা, সাংগঠনিক সম্পাদক সাথী আহমেদ হাফিজ, প্রধান উপদেষ্টা এনায়েত উদ্দিন সরদার, উপদেষ্টা এমএল গাজী, ডাক্তার রুমানা সবুর, তাহেরুল ইসলাম তালুকদার, রফিকুল আলম চৌধুরী, জাহাঙ্গীর কবির প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন