সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

নিউইয়র্কে বার্ষিক বনভোজনে উৎসবে মাতলো বৃহত্তর চট্টগ্রামবাসী

সোমবার, জুলাই ১৯, ২০২১

প্রিন্ট করুন
218892345 1201248923726060 1889741902155708876 n 1

নিউইয়র্ক: আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হল যুক্তরাষ্ট্রে বসবাসরত বৃহত্তর চট্টগ্রামবাসীদের সংগঠন ‘চিটাগাং এসোসিয়েশন অফ নর্থ আমেরিকা ইনক’র বার্ষিক বনভোজন ২০২১। শনিবার (১৭ জুলাই) নিউইয়র্কের লং আইল্যান্ডের হেকসেয়ার স্টেট পার্কের মনোরম পরিবেশে এ বনভোজন অনুষ্ঠিত হয়। বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত প্রায় সাত শতাধিক লোকের অংশগ্রহণে বনভোজন পরিণত হয় মিলনমেলায়।

দিনব্যাপী অনুষ্ঠিত বনভোজনে ছিল গল্প, আড্ডা, কথামালা, র‌্যাফেল ড্র, আকর্ষণীয় পুরস্কার, খেলাধুলা, ভোজনবিলাসীদের জন্য সুস্বাদু খাবার ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোক্তাদির বিল্লাহর সঞ্চালনায় বনভোজনের ‍উদ্বোধনী অনুষ্ঠান ও কথামালায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আহসান হাবীব।

বনভোজন আয়োজনের দায়িত্বে ছিলেন আহ্বায়ক মোহাম্মদ উদ্দিন (ফোরকান), সদস্য সচিব আশ্রাব আলী খান লিটন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাজের উদ্দিন, মো. শফিউল আজম সিকদার ও মোহাম্মদ এস আলম, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ ইউছুপ নবী, প্রবীর দাশ (দীপু) ও আকতার উল আজম, প্রধান সমন্বয়কারী খোকন কে চৌধুরী, সমন্বয়কারী সাহাব উদ্দিন চৌধুরী লিটন, মোহাম্মদ এস খান (আমিন) ও নুরুস ছাফা।

বনভোজন আযোজনে সার্বিক সহযোগিতায় ছিলেন সামশুল আলম চৌধুরী, আকবর আলী, এনাম চৌধুরী, মেহবুবুর রহমান বাদল, মোহাম্মদ শাহজাহান, রুহুল আমিন (হোসেন), মোহাম্মদ আব্দুস শুক্কুর, জসিম উদ্দিন, রমেশ বাবু, আবুল হাসেম, তুষার চৌধুরী, মনজুরুল আলম, আলম বাহার, জাফর আহমদ চৌধুরী,  এমএ হাশেম ভূঁইয়া, বাকের ভূঁইয়া, আব্দুল হালিম, নারায়ণ দে, মনোরঞ্জন বাবু, মো. আজিম, মো. হারুন, মো. শাকিল আলম, মো. ইব্রাহীম, মো. খোরশেদ আলম, মো. ইয়াছিন, মো. আক্তার হোসেন, মো. ইদ্রীস চৌধুরী, মো. আলম, মো. সোলাইমান (আলি), মো. সালাহ উদ্দিন, মো. সালাম, মো. জাকারিয়া, মো. রিদওয়ান, মো. আরিফ, মো. খালেদ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন