বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

শিরোনাম

রাজধানীতে বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশ শুরু

শুক্রবার, জুলাই ২৮, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: সরকারের পতনের একদফা দাবিতে ঢাকার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ডাকা বিএনপির মহাসমাবেশ শুরু হয়েছে। যুগপৎ আন্দোলনে থাকা ছয়দলীয় জোট গণতন্ত্র মঞ্চসহ ৩৭টি দলও একই সময় পৃথক সমাবেশ করছে। অন্যদিকে কাছাকাছি সময়ে নিকটবর্তী বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে যৌথ সমাবেশ শুরু করেছে আওয়ামী লীগের তিন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।

শুক্রবার (২৮ জুলাই) জুমার নামাজের পর দুই দলের এই পাল্টাপাল্টি সমাবেশ শুরু হয়। এর আগে সকাল থেকে সমাবেশস্থলে দুই দলের নেতাকর্মীরা ভীড় করতে থাকেন।

এ দিকে ক্ষমতাসীন দল ও বিরোধী দলের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় থাকবে রাজনৈতিক নেতা-কর্মীদের তৎপরতা। তল্লাশি করে বিরোধী নেতাকর্মীদের ধরপাকড় ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করছে বিরোধী দল।

সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি এই সমাবেশের আহ্বান করে। অন্যদিকে আন্দোলনের নামে সহিংসতার বিরুদ্ধে আওয়ামী লীগ শান্তি সমাবেশ আহ্বান করে। দেশের বৃহৎ দুই দলের পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে দেশজুড়ে উৎকন্ঠা দেখা দিয়েছে।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন