বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

শিরোনাম

বাংলাদেশ সরকারকে সহিংসতার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান যুক্তরাষ্ট্রের

মঙ্গলবার, আগস্ট ১, ২০২৩

প্রিন্ট করুন

ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র: বাংলাদেশ সরকারকে সহিংসতার প্রতিবেদনগুলো ‘পুঙ্খানুপুঙ্খভাবে, স্বচ্ছভাবে ও নিরপেক্ষভাবে’ তদন্ত করতে ও অপরাধীদের জবাবদিহি করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

জনগণকে শান্তিপূর্ণভাবে একত্র হতে ও তাদের উদ্বেগ প্রকাশ করার জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতেও বাংলাদেশকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সোমবার (৩১ জুলাই) ওয়াশিংটনে নিয়মিত ব্রিফিংকালে বলেন, ‘আমরা সব পক্ষকে মৌলিক স্বাধীনতা ও আইনের শাসনকে সম্মান করার এবং সহিংসতা, হয়রানি ও ভয় দেখানো থেকে বিরত থাকার আহ্বান জানাই।’

তিনি বলেন, ‘গেল সপ্তাহান্তের রাজনৈতিক বিক্ষোভকে ঘিরে বাংলাদেশে ভয়ভীতি ও রাজনৈতিক সহিংসতার খবরে তারা উদ্বিগ্ন।’

মিলার আরো বলেন, ‘ভোটার, রাজনৈতিক দল, যুব গোষ্ঠী ও পুলিশ; সকলের প্রতিশ্রুতির ওপর অবাধ ও সুষ্ঠু নির্বাচন নির্ভর করে এবং রাজনৈতিক সহিংসতার পরিবেশে তা হতে পারে না।’

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন