বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

চবি ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বে আলাউদ্দীন-নোমান

শুক্রবার, আগস্ট ১১, ২০২৩

প্রিন্ট করুন

চবি প্রতিনিধি: সাত বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের মোহাম্মদ আলাউদ্দিন মহসিনকে সভাপতি ও রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ আল নোমানকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার (১১ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাঈফ মাহমুদ জুয়েলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আংশিক এই কমিটিতে সিনিয়র সহ সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের মামুন উর রশীদ মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক ইতিহাস বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের মো. ইয়াসিন ও সাংগঠনিক সম্পাদক দর্শন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মো. সাজ্জাদ হোসেন হৃদয় এর নাম ঘোষণা করা হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, “চবি ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। একমাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে দপ্তরে জমা দিতে বলা হয়েছে”

এর আগে ২০১৬ সালের ১৩ অক্টোবর চবি শাখা ছাত্রদলের কমিটি গঠন করা হয়। দুই বছরের জন্য গঠিত এ কমিটি ২০২২ সালের ১১ নভেম্বর বিলুপ্ত ঘোষণা করা হয়। বিলুপ্ত ওই কমিটির সভাপতি ছিলেন খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক হিসেবে ছিলেন শহীদুল ইসলাম। ২০১৬ সালের অক্টোবরে ঘোষিত ওই কমিটি প্রায় চার বছর দায়িত্বে ছিল।বিলুপ্ত ঘোষনার এখন প্রায় ৯ মাস পর নতুন কমিটি গঠন করল কেন্দ্ৰীয় ছাত্রদল।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন