বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

চবি ছাত্রদলের সিনিয়র সহসভাপতির পদত্যাগ

সোমবার, আগস্ট ১৪, ২০২৩

প্রিন্ট করুন

চবি প্রতিনিধি: ‘ত্যাগী এবং নির্যাতিত’ সহযোদ্ধাদের মূল্যায়ন না করার অভিযোগ তুলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের নবগঠিত আংশিক কমিটি থেকে পদত্যাগ করেছেন সিনিয়র সহসভাপতি মামুনুর রশীদ মামুন।

সোমবার (১৪ আগস্ট) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পদত্যাগ পত্র পাঠান মামুনুর রশীদ মামুন।

পদত্যাগপত্রে মামুনুর রশীদ লিখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার একজন কর্মী হিসেবে দীর্ঘসময় ধরে সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের আহ্বানে দেশরক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে একজন সক্রিয় কর্মী ছিলাম। দল আমাকে ইতিপূর্বে ছাত্রদল চবি শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং তৎপরবর্তীতে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করেছিল। আমি আমার সহযোদ্ধাদের সাথে নিয়ে অত্যন্ত নিষ্ঠা এবং কর্তব্যের সাথে অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করেছি। এই দায়িত্ব পালন করতে গিয়ে আমি এবং আমার সহযোদ্ধাদেরকে জেল, জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার হতে হয়েছে। গত ১১ আগস্ট ঘোষিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটিতে ত্যাগী এবং নির্যাতিত সহযোদ্ধাদের মূল্যায়ন করা হয়নি। ঘোষিত এই কমিটির নেতৃত্বে আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের এক দফা দাবী আদায়ের সংগ্রামে ছাত্রদলের কর্মীসহ সাধারণ ছাত্র-ছাত্রীদেরকে উদ্বুদ্ধ করে আন্দোলনে ভূমিকা রাখা সম্ভব নয় বলে মনে করছি। তাই আমি চবি ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটির সিনিয়র সহ সভাপতির পদ হতে পদত্যাগ করলাম।

এ বিষয়ে মামুন উর রশীদ বলেন, আমি আমার বক্তব্য পদত্যাগপত্রে লিখেছি।

তবে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, পদত্যাগের বিষয়টি আমি জানি না। মহসিনের মতো একজন অযোগ্য, অপদার্থ লোককে সভাপতি হিসেবে মেনে নেওয়া যায় না। অযোগ্য লোককে যোগ্য স্থানে পদায়িত করায় এই ক্ষোভ থেকে হয়ত তিনি পদত্যাগ করতে পারেন। তবে পদত্যাগকারী ব্যাক্তিও যে যোগ্য তাও না।

এর আগে গত শুক্রবার সাত বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের মোহাম্মদ আলাউদ্দিন মহসিনকে সভাপতি ও রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ আল নোমানকে সাধারণ সম্পাদক করা হয়।

এছাড়া আংশিক এই কমিটিতে সিনিয়র সহ সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের মামুন উর রশীদ মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক ইতিহাস বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের মো. ইয়াসিন ও সাংগঠনিক সম্পাদক দর্শন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মো. সাজ্জাদ হোসেন হৃদয় এর নাম ঘোষণা করা হয়।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন