সিএন প্রতিবেদন: নতুন কমিটি গঠনের পাঁচদিনের মাথায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ঝটিকা মিছিল করেছেন শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি আলাউদ্দিন মহশিন। তবে মিছিলে সাধারণ সম্পাদকসহ পাঁচ সদস্যের তিনজনই উপস্থিত ছিলেন না। ছাত্রদলের নেতাকর্মীদের অভিযোগ, সভাপতি বহিরাগতদের নিয়ে কাকডাকা ভোরে ঝটিকা মিছিল করে সটকে পড়েছেন। তবে মিছিলে বহিরাগত থাকার অভিযোগটি স্বীকার করেছেন সভাপতি।
বুধবার (১৬ আগস্ট) সকালে একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার আগেই মিছিলটি মূল ক্যাম্পাসের বাহিরে দুই নম্বর ফটক থেকে শুরু হয়ে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হয়। মিছিলে সভাপতি ছাড়াও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় উপস্থিত ছিলেন।
নতুন কমিটির পাঁচ সদস্যের অন্তত দুইজন বলেন, সভাপতি বহিরাগতদের নিয়ে কাকডাকা ভোরে মূল ক্যাম্পাসের বাহিরে ঝটিকা মিছিল করেছেন। মিছিলে হাতে গোনা দুই একজন ছাড়া বাকি সবাই হাটহাজারী ও অন্যান্য ইউনিটের কর্মী। এর দ্বারা তিনি প্রকারান্তরে সংগঠনকে ছোট করেছেন।
তবে মিছিলে বহিরাগত থাকার অভিযোগটি স্বীকার করেছেন শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি আলাউদ্দিন মহশিন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র সংগঠনকে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই সহযোগিতা করবে, এটা তো স্বাভাবিক ব্যাপার।
মূল ক্যাম্পাসে না যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, কিছুদিন আগে ছাত্রলীগ সভাপতি বলেছিল আমরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারবো না। আমরা কার্যক্রম মাত্র শুরু করেছি। আমরা ধীরে সুস্থে আগাচ্ছি।
এর আগে গত শুক্রবার দীর্ঘ সাত বছর পর শাখা ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের পর থেকে পাঁচ সদস্যের তিনজনই কমিটির বিষয়ে নিজেদের অসন্তোষের বিষয় গণমাধ্যমকে জানিয়ে আসছিলেন। সর্বশেষ গত সোমবার ‘ত্যাগী এবং নির্যাতিত’ সহযোদ্ধাদের মূল্যায়ন না করার অভিযোগ তুলে নবগঠিত আংশিক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দেন সিনিয়র সহসভাপতি মামুনুর রশীদ মামুন।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন