চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের সাংগঠনিক গতিশীলতা ও ৪ বছর মেয়াদি কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির দাবিতে মূল ফটকে তালা দিয়ে অনির্দিষ্টকালের জন্য অবরোধ ডাক দেয় ছাত্রলীগের একাংশ। তবে ৩ ঘণ্টা না যেতেই কেন্দ্রীয় ছাত্রলীগের আশ্বাসের কথা বলে অবরোধ তুলে নেয় তারা।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকাল পৌঁনে চারটার দিকে অবরোধের জন্য বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দেয় বগিভিত্তিক সংগঠন বিজয় ও ভিএক্স গ্রুপ। এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস ও সহ সভাপতি প্রদীপ চক্রবর্তী দূর্জয়। পরে সন্ধ্যা পৌনে ৬ টা ৪০টার দিকে তালা খুলে অবরোধ স্থগিত করা হয়।
অবরোধ তুলে নেওয়ার বিষয়ে চবি ছাত্রলীগের সহসভাপতি প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেন, “সাদ্দাম ভাই আমাদের ফোন করেছেন। তিনি বলেছেন, আমি বিষয়টা গুরুত্বের সঙ্গে দেখছি। আপাতত আপনারা অপ্রীতিকর কোনো কিছু করবেন না। মূলত উনার আশ্বাসে আমরা আন্দোলন থেকে সরে এসেছি”।
সাধারণ শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি অস্বীকার করে চবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিজয় একাংশের নেতা মোহাম্মদ ইলিয়াস হোসাইন বলেন, ‘আমাদের আন্দোলনের কারণে সাধারণ শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েছে বলে আমার মনে হয় না। বিএনপি-জামায়াত জোট যখন ক্ষমতায় ছিল তখন শিক্ষার্থীরা ভালোভাবে পড়াশোনা করতে পারত না। সেশনজটে জর্জরিত ছিল। বরং এখন স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে, বিধায় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও গবেষণার গতি আগের চেয়ে বেড়েছে। এমনকি জামায়াত জোটের সময় শিক্ষার্থীদের কাছ থেকে বাইতুল মালের অর্থ আদায় করা হতো। ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীর কাছ থেকে টাকা নিয়েছে, চাঁদা তুলেছে—এ রকম কোনো নজির কেউ দেখাতে পারবে না”।
এদিকে মূল ফটকে তালা দেওয়ার সাথে একাত্মতা জানিয়ে সিফএসির নেতা ও শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব সোপান বলেন, “দীর্ঘদিনের মেয়াদোত্তীর্ণ এই কমিটির কার্যক্রম প্রায় অকার্যকর ও স্থবির হয়ে আছে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ছাত্রলীগের কার্যক্রমকে উজ্জিবীত ও গতিশীল করতে নতুন কমিটির দাবিতে সকল আন্দোলন সংগ্রামে অবশ্যই একত্বা আছে, তবে আমি ও আমার গ্রুপ সিএফসি অনেক আগেই সভাপতি রুবল ভাইকে অবাঞ্ছিত করেছি। তার কোন অবস্থান আমার গ্রুপে নেই”।
উল্লেখ্য, বিজয় গ্রুপটি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও ভিএক্স গ্রুপটি চট্টগ্রামের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দিনের অনুসারী।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন