শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

কানাডায় তৈরি পোশাক রপ্তানিতে শুল্ক দিতে হবে না ২০৩৪ সাল পর্যন্ত

রবিবার, আগস্ট ২৭, ২০২৩

প্রিন্ট করুন
লকডাউনে পোশাক কারখানা 1

সিএন প্রতিবেদন: বাংলাদেশের তৈরি পোশাক কানাডায় রপ্তানি করতে ২০৩৪ সাল পর্যন্ত কোন শুল্ক দিতে হবে না। আগে শুল্কমুক্ত সুবিধা ২০২৪ সাল পর্যন্ত ছিল। সম্প্রতি কানাডার পার্লামেন্ট সুবিধার মেয়াদ আরও ১০ বছর বাড়িয়েছে ।

কানাডা সরকারের অর্থ বিভাগের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

কানাডার বাজারে শুল্কমুক্ত সুবিধায় পণ্য রপ্তানিকে বলা হয় জেনারেল প্রেফারেনশিয়াল ট্যারিফ (জিপিটি), যা বাংলাদেশ ২০০৩ সালের ১ জানুয়ারি থেকে পেয়ে আসছে। কানাডার বাজারে পণ্য রপ্তানির এই শুল্ক সুবিধা ২০২৪ সালে শেষ হওয়ার কথা ছিল।

কানাডার সরকার প্রতি ১০ বছর অন্তর স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশের জন্য বিনা শুল্কে দেশটির বাজারে পণ্য রপ্তানির সুবিধা দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় কানাডা সরকার এ ঘোষণা দিল।

এদিকে বাংলাদেশের রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের বৃহত্তম সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসানও রোববার এ তথ্য জানিয়েছেন।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন