সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

নিউইয়র্কে ‘ইউএসএ ৯৭-৯৯’র ‘ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ডে’ উদযাপন

সোমবার, জুলাই ২৬, ২০২১

প্রিন্ট করুন
DSC 1901 1

নিউইয়র্ক: নিউইয়র্কের বেলমন্ট লেক স্টেট পার্কে শনিবার (২৪ জুলাই) অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ থেকে ১৯৯৭ সালে এসএসসি এবং ১৯৯৯ সালে এইচএসসি পাশ করা ছাত্র-ছাত্রীদের ‘ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ডে ২০২১।’ ফেসবুক ভিত্তিক সংগঠন ‘ইউএসএ ৯৭-৯৯’ এর ব্যানারে তৃতীয় বারের মত এ উৎসব অনুষ্ঠিত হল। সংগঠনটির সদস্য ও তাদের পরিবারের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, লটারী ড্র এবং ভোজন পর্বসহ নানা আয়োজনে ‘ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ডে’তে উৎসবের আমেজ তৈরি হয়।

‘ইউএসএ ৯৭-৯৯’ এর এডমিন জামিল সরোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। নানা রকম খাবার এবং বিভিন্ন রকম খেলাধুলাতে পুরো অনুষ্ঠান জুড়েই ছিল দেশীয় আমেজ। এতে যোগ দেয়ার জন্য আমেরিকার বিভিন্ন স্টেট থেকে সংগঠনটির সদস্যরা আসেন তাদের পরিবার নিয়ে। সবার মধ্যে ছিল সম্প্রীতি ও সৌহার্দ্যের মেল বন্ধন।

এতে সংগঠনটির প্রতিষ্ঠাতা এডমিন তানভির আতাহারি, এডমিন জামিল সরোয়ার জনি ও শামস শাহরিয়ার শুভেচ্ছা বক্তব্য রাখেন। সংগঠনের সদস্যদের নিয়ে আরো বড় পরিসরে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের আশা প্রকাশ করেন তানভির আতাহারি। সমাপনী বক্তব্য রাখেন এডমিন কাজী সজিব।

সামস শাহরিয়ার জানান, ‘ইউএসএ ৯৭-৯৯’ এর এডমিন প্যানেল নিয়মিত বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে থাকে। কিন্তু বিশ্ব মহামারী করোনার কারণে সংগঠনটির বিভিন্ন কার্যক্রম বন্ধ থাকলেও আমার চেষ্টা করেছি, স্বাভাবিক জীবনে ফিরে আসার। আর এ জন্যই আমাদের সদস্যদের জন্য ‘ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ডে ২০২১’ আয়োজন করা হয়।

উল্লেখ্য, ২০১৯ এর ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করে ‘ইউএসএ ৯৭-৯৯’। দশ জন সদস্য নিয়ে গড়ে উঠা সংগঠন এখন আমেরিকার বিভিন্ন অঙ্গ রাজ্যে তিন শতাধিকের অধিক সদস্য নিয়ে পরিপূর্ণতা লাভ করছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন