সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

মার্কিন বিনিয়োগ আকর্ষণে ওয়াশিংটন ডিসিতে স্টেকহোল্ডারদের সভা অনুষ্ঠিত

শুক্রবার, জুলাই ৩০, ২০২১

প্রিন্ট করুন
মার্কিন বিনিয়োগ আকর্ষণে ওয়াশিংটন ডিসিতে স্টেকহোল্ডারদের সভা অনুষ্ঠিত 1

ওয়াশিংটন ডিসি: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বুধবার (২৮ জুলাই) ওয়াশিংটন ডিসিতে মার্কিন বিনিয়োগকারীদের নিকট বাংলাদেশের পুঁজিবাজারের সম্ভাবনা এবং বাণিজ্য ও বিনিয়োগ সুবিধাসমূহ তুলে ধরার জন্য একটি ‘স্টেকহোল্ডার সভা’ আয়োজন করে। নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস এবং সান ফ্রান্সিসকোতে চলমান ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: পোটেনশিয়াল অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক বিএসইসির রোডশোর একটি অংশ ছিল এ সভা। 

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল আলোচনায় অংশগ্রহণ করে। আলোচক প্যানেলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সিনিয়র সচিব আবদুর রউফ তালুকদার, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম এবং বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম প্রমুখ।

উপদেষ্টা সালমান এফ রহমান আলোচনায় কোভিড-১৯ অতিমারী চলাকালেও বাংলাদেশের অর্থনীতির শক্তিশালী অবস্থানের কথা তুলে ধরেন। 

বিএসইসির চেয়ারম্যান বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট ও সামগ্রিক অর্থনীতিতে সাম্প্রতিক উন্নয়নের চিত্র উপস্থাপন করেন। আলোচকরা বাংলাদেশের শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বিনিয়োগের সম্ভাবনাও তুলে ধরেন। তারা বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের প্রসারে এবং বৈদেশিক বিনিয়োগকারীদের জন্য অধিকতর অনুকূল পরিবেশ সৃষ্টিতে সব স্টেকহোল্ডার ও অংশগ্রহণকারীদের পরামর্শ ও সুপারিশগুলোকে স্বাগত জানান।

স্টেকহোল্ডারদের বৈঠকে অনাবাসিক বাংলাদেশি (এনআরবি) কম্যুনিটির বিশিষ্ট সদস্যগণ, বৈদেশিক বিনিয়োগকারীদের প্রতিনিধিগণ, উন্নয়ন অংশীদারদের প্রতিনিধিগণ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 

খবর পিআইডির

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন