শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

শনিবার রাতে বিরল বলয়গ্রাস সূর্যগ্রহণ

বৃহস্পতিবার, অক্টোবর ১২, ২০২৩

প্রিন্ট করুন

ওরেগন, যুক্তরাষ্ট্র: বিরল বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে পৃথিবীর আকাশে আগামী শনিবার (১৪ অক্টোবর)। গ্রহণটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টা তিন মিনিট ৫৪ সেকেন্ডে, আর শেষ হবে রাত দুইটা ৫৫ মিনিট ১২ সেকেন্ডে।

বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে না। এটি দেখা যাবে উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর আফ্রিকা, আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে।

গ্রহণটি শুরু হবে যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট থেকে পূর্ব দিকে উত্তর প্রশান্ত মহাসাগরে স্থানীয় সময় সকাল ছয়টা ১৫ মিনিট দশ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ হবে নিকারাগুয়ার মানকি পয়েন্ট থেকে দক্ষিণ-পূর্ব দিকে ক্যারিবিয়ান সাগরে দুপুর ১২টা ২৭ মিনিট চার সেকেন্ডে। গ্রহণটি শেষ হবে ব্রাজিলের বাহিয়ার রাজ্যের জাবোরান্দি শহরে বিকাল পাঁচটা ৫৪ মিনিট ১২ সেকেন্ডে।

বলয়গ্রাস সূর্যগ্রহণ বলতে চাঁদ ওই দিন আংশিকভাবে সূর্যের আলো ঢেকে দেবে। সূর্যের ঠিক মাঝে চাঁদের ছায়া পড়বে। চারপাশ দিয়ে ছড়িয়ে পড়বে আলোর রশ্মি। এই গ্রহণ উজ্জ্বল আলোর আংটির মত দেখতে লাগে।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন