নিউইয়র্ক সিটি, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের নিউইয়র্ক সিটির বাসিন্দাদের গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পন্ন মাদক ‘ফেন্টানিল’ এর ক্রমবর্ধমান হুমকি থেকে নিরাপদ রাখার প্রতিশ্রুতি দিয়েছেন মেয়র এরিক অ্যাডামস।
ফেন্টানিল একটি গুরুতর মাদক, যা চিকিৎসা সেবায় প্রাথমিকভাবে ব্যথানাশক ও চেতনাশক হিসেবে ব্যবহৃত হয় ও এটি ক্যান্সারের রোগী ও অত্যন্ত ব্যথাদায়ক সার্জারির পর নিরাময়ের ক্ষেত্রে মরফিনের কার্যকারিতার চেয়ে ৫০-১০০ গুণ অধিক শক্তিশালী। ফেন্টানিল ঘুমের ওষুধ হিসেবেও দ্রুত কার্যকর। নিউইয়র্ক সিটিতে মাদকসেবীদের মধ্যে ফেন্টানিল ব্যবহার ক্রমেই বাড়ছে বলে শঙ্কা ব্যক্ত করেছেন মেয়র।
এরিক অ্যাডামস তার সাপ্তাহিক মতামত নিবন্ধে বলেছেন, ‘সিটির জননিরাপত্তা আমাদের শীর্ষ অগ্রাধিকার ও ফেন্টানিল ব্যবহারের হুমকি দূর করা আমাদের অভিযানের গুরুত্বপূর্ণ অংশ।’
তিনি আরো বলেন, ‘আমরা এরইমধ্যে আমাদের তরুণ ও কমিউনিটিতে ফেন্টানিলের ভয়াবহতা সম্পর্কে জানতে পেরেছি। এটির দাম বেশি নয়, সহজলভ্য, দ্রুত নেশাগ্রস্ত করতে পারে ও চরম বিপজ্জনক। মাদক ব্যবসায়ীরা অন্যান্য অবৈধ মাদকের সাথে ফেন্টানিল মিশিয়ে মাদকসেবীর সংখ্যা বাড়িয়ে চলছে ও ব্যবসায় করছে। ২০২২ সালে নিউইয়র্ক সিটিতে তিন হাজারের বেশি লোক অধিক মাত্রায় মাদক সেবন করে মারা গেছে, যার মধ্যে ৮১ শতাংশ ফেন্টানিল বেশি মাত্রায় সেবন করেছিল বলে চিহ্নিত হয়েছে। এক ডেকেয়ার সেন্টারে নিকোলাস ডোমিনিচি নামে এক শিশুর দু:খজনক মৃত্যু ঘটেছিল ফেন্টানিল ব্যবহারের কারণে এবং এই হৃদয়বিদারক ঘটনা আমাদেরকে ফেন্টানিলের ব্যবহার দমনে আশু ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিতে হচ্ছে।’
মেয়র বলেন, ‘গেল সপ্তাহে আমরা ফেন্টানিল সংকটের ওপর দুই দিনের এক শীর্ষ স্থানীয় বৈঠকে জনপ্রতিনিধি, জনস্বাস্থ্য কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিদের সমবেত করেছিলাম অধিক মাত্রায় ফেন্টানিলের প্রয়োগ রোধে একটি জাতীয় কৌশল নির্ধারণের জন্য। এ বৈঠকে দেশের বড় বড় সিটি যেমন লস অ্যাঞ্জেলেস, ফিলাডেলফিয়া, নিউ অর্লিয়ন্স, স্যান ডিয়েগো, লারেডো, নিউ হ্যাভেন, অস্টিন, ডালাস, ওয়াশিংটন ডিসি, পোর্টল্যান্ড, সেন্ট লুইস, আটলান্টা থেকে প্রতিনিধিরা অংশ নিয়েছে এবং এ সংকট নিরসনে কৌশলগত দিক যেমন শিক্ষা, সচেতনতা, প্রায়োগিক দিক, প্রতিরোধ ও চিকিৎসা সেবার ওপর আলোকপাত করেন।’
এরিক অ্যাডামস জানান, নিউইয়র্ক সিটি এরইমধ্যে ফেন্টানিল সংকট মোকাবিলায় তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নিয়েছে, এর সাথে জড়িত অনেককে গ্রেফতার করেছে, যার মধ্যে অতি সম্প্রতি ব্রঙ্কসে যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, তার কাছ থেকে প্রায় ৩০ পাউন্ড ফেন্টানিল উদ্ধার করা হয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের নতুন প্রজন্মের কল্যাণে আমাদের অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন