রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

গাজায় ড্রোন উড়িয়ে নজরদারি করছে যুক্তরাষ্ট্র

শনিবার, নভেম্বর ৪, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: মার্কিন সামরিক বাহিনী গাজার ওপর ‘নিরস্ত্র’ নজরদারি ইউএভি ড্রোন উড়ানোর কথা স্বীকার করেছে। হামাসের হাতে জিম্মিদের সনাক্ত করতে ড্রোনগুলো মোতায়েন করা হয়েছে বলে দাবি পেন্টাগনের।

শুক্রবার (০৩ নভেম্বর) একটি সংক্ষিপ্ত বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার নিশ্চিত করেছেন যে ড্রোন মিশনগুলো ইসরায়েলে হামাসের ৭ অক্টোবরের হামলার পর চালু করা হয়েছিল। তখন হামাস ২০০ জনকে জিম্মি করে।

রাইডার আরও বলেছেন, ‘জিম্মিদের উদ্ধারের সুবিধার্থে গাজার ওপর নিরস্ত্র ইউএভি ড্রোন উড়িয়েছে যুক্তরাষ্ট্র। সেইসাথে আমাদের ইসরায়েলি অংশীদারকে তাদের জিম্মি পুনরুদ্ধারের প্রচেষ্টায় কাজ করার জন্য পরামর্শ ও সহায়তা প্রদান করছে।’

ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইটের মাধ্যমে ফিলিস্তিনি ছিটমহল প্রদক্ষিণ করে সাংবাদিকরা এমকিউ-৯ রিপার ড্রোনগুলো সনাক্ত করার পরে এই স্বীকারোক্তি দিয়েছে পেন্টাগন। যদিও ইউএভিগুলোকে বিমান হামলার উপযোগী করেও তৈরি করা যেতে পারে, তবে রিপার ড্রোনগুলোকে প্রায়ই নজরদারির কাজেই ব্যবহার করা হয়। কারণ এগুলোর সেন্সর খুবই উন্নত এবং এরা ২৪ ঘণ্টার বেশি সময় আকাশে উড়তে পারে।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন