দক্ষিণি ডিভা সামান্থা রুথ প্রভু কয়েক দিন আগে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। তাতে তাকে রাউন্ড শোল্ডার টিউব ড্রেসে দেখা যায়। মূলত, ভারতীয় একটি ব্র্যান্ডের ফটোশুটের ছবি এটি। পিঠখোলা পোশাকে প্রিয় অভিনেত্রীকে দেখে ভূয়সী প্রশংসা করছেন অনুরাগীরা।
বলিউড শাদিস ডটকম জানিয়েছে, সামান্থার পিঠখোলা পোশাটকটি প্রস্তুত করেছে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ফরাসি ব্র্যান্ড লুই ভিতোঁর। ওলের তৈরি এ পোশাকের বর্তমান মূল্য ৬ হাজার ৫৫০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ৭ লাখ ২১ হাজার টাকার বেশি।
সামান্থা রুথ প্রভু অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কুশি’। গত ১ সেপ্টেম্বর মুক্তি পায় এটি। তেলেগু ভাষার এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন বিজয় দেবরকোন্ডা। এটি পরিচালনা করেছেন শিবা নির্ভানা। বক্স অফিসে সিনেমাটি খুব একটা ভালো করতে পারেনি।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন