রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো আছে বাংলাদেশের শ্রমিকেরা: পররাষ্ট্রমন্ত্রী

সোমবার, নভেম্বর ২০, ২০২৩

প্রিন্ট করুন
যুক্তরাষ্ট্র
ছবি: পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

সিএন প্রতিবেদন: বাংলাদেশের শ্রমিকেরা যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক ভালো অবস্থানে আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

রোববার (১৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব তিনি এই মন্তব্য করেন।

মোমেন বলেন, ‘আমেরিকায় জনপ্রতি আয় প্রায় ৬৫ হাজার ডলার। বাংলাদেশে ২ হাজার ৮০০ ডলার। কিন্তু সে তুলনায় বাংলাদেশের শ্রমিকেরা অনেক ভালো আছে।’

যুক্তরাষ্ট্রকে ‘নিষেধাজ্ঞার দেশ’ আখ্যা দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা নিষেধাজ্ঞার দেশ। তারা দিতে পারে। তারা বড়লোক।’

শ্রম অধিকার লঙ্ঘনে ভিসা ও আর্থিক নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র শ্রম অধিকার লঙ্ঘনে ভিসা ও আর্থিক নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র

শ্রমিকের অধিকারের বিষয়ে সরকার দেশের বাস্তবতার নিরিখে কাজ করবে, এমনটি জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের ইচ্ছা, তাদের মতো ভালো করব। তবে সত্যি একদিনে পারব না।’

মন্ত্রী বলেন, ‘আমেরিকায় শ্রমিকেরা একসময় দাস ছিল। দেশটিতে দাসত্ব বহু বছর ধরে ছিল। সেখানে কৃষ্ণাঙ্গরা বাসে উঠতে পারতেন না। সেই আমেরিকা বর্তমান অবস্থায় আসতে ২৫০ বছর লেগেছে।’

সিএন/এমটি

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন