এবার নিউইয়র্ক নগরে চালু হচ্ছে নীল ট্যাক্সি ক্যাব। দীর্ঘ প্রক্রিয়ার পর পরিবেশবান্ধব ইলেকট্রিক টেসলা গাড়ি দিয়ে চালু হচ্ছে নতুন প্রযুক্তির এই ট্যাক্সি সার্ভিস।
অ্যাপস-ভিত্তিক রাইড শেয়ারিং কোম্পানি র্যাভেল ৫০টি টেসলা গাড়ি দিয়ে এ সার্ভিস চালু করছে। নিউইয়র্ক নগরে অ্যাপস-ভিত্তিক উবারসহ অন্যান্য রাইড শেয়ারিং কোম্পানির লাইসেন্স দেওয়া বন্ধ রয়েছে। পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ি হিসেবে এসব নতুন গাড়ি নিয়ে ব্যবসা পরিচালনার অনুমোদন দিয়েছে নগরের ট্যাক্সি ও লিমোজিন কমিশন। বিজ্ঞাপন
২ আগস্ট থেকে নিউইয়র্ক নগরে হলুদ ও সবুজ রঙের ট্যাক্সির সঙ্গে দেখা যাবে নীল রঙের সব ট্যাক্সি। এসব ট্যাক্সি ম্যানহাটনের ৪২ স্ট্রিটের দক্ষিণ এলাকা থেকে যাত্রী ওঠাতে ও নামাতে পারবে বলে জানানো হয়েছে। এসব টেসলা গাড়ির ভেতরে রয়েছে যাত্রীদের সুপরিসর বসার আসন। টাচ স্ক্রিনের ব্যবহার করে মিউজিক বাজানোসহ নির্দেশনা দেখা যাবে। র্যাভেল অ্যাপস ডাউনলোড করে যে কেউ এ গাড়ির যাত্রী হওয়ার সুযোগ গ্রহণ করতে পারবে।
২৬ জুলাই র্যাভেল কোম্পানির মুখপাত্র জানিয়েছেন, এর মধ্যেই ৫০ হাজার মানুষ নীল ট্যাক্সিতে যাত্রী হওয়ার জন্য আগাম বুকিং দিয়ে রেখেছে। বর্তমানে ৫০টি গাড়িই কোম্পানির মালিকানায়। এসব গাড়ির জন্য ১২৫ জন চালকসহ অন্যান্য কাজে অতিরিক্ত ২৪ জন্য কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। নিউইয়র্ক নগরে পরিবেশবান্ধব ট্যাক্সি পরিচালনার মাধ্যমে পরিবেশ নিয়ে রাষ্ট্রীয় এবং রাজ্যের অঙ্গীকার পূরণ করা হচ্ছে বলে র্যাভেল এক বিবৃতিতে জানিয়েছে।
নিউইয়র্ক নগরের ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সির এমনিতেই দুর্দিন চলছে। উবারসহ অন্যান্য রাইড শেয়ারিং ক্যাব সার্ভিস আসার পর নিউইয়র্কে হলুদ ট্যাক্সির দুর্দিন নেমে আসে। নগরের ট্যাক্সি ও লিমোজিন কমিশনের নিয়ন্ত্রণে থাকা ট্যাক্সি মেডেলিয়নের মূল্য ১ দশমিক ২ মিলিয়ন ডলার ওঠার পর ধস নামে। বহু মেডেলিয়ন মালিক তাঁদের সব সঞ্চয় দিয়ে মেডেলিয়ন কিনে বিপাকে পড়েছেন। এর জের ধরে নিউইয়র্কে ছয়জন ট্যাক্সি ক্যাব চালকের আত্মহত্যার ঘটনাও ঘটে।
২০১৮ সালে মেয়র বিল ডি ব্লাজিও নিউইয়র্ক নগরে নতুন কোনো অ্যাপস-ভিত্তিক রাইড শেয়ারিং লাইসেন্স প্রদান বন্ধ করার আইন প্রণয়ন করেন। নতুন করে উবার চালানো পেশায় সুযোগ কমে আসলেও আগের লাইসেন্স পাওয়া উবার, লিফট বা এমন অ্যাপস-ভিত্তিক রাইড শেয়ারিং ট্যাক্সির সঙ্গে প্রতিযোগিতায় হলুদ ট্যাক্সি পেরে উঠছিল না। এ নিয়ে নিউইয়র্কে ক্যাব চালকেরা আন্দোলনও করছেন। তাঁদের দাবি, নিউইয়র্কের ঐতিহ্যবাহী হলুদ ক্যাবকে রক্ষা করতে হবে।
এর মধ্যে প্রযুক্তিভিত্তিক নতুন ৫০টি টেসলা গাড়ির সংযোজন নিউইয়র্কে ক্যাব পরিবহনে নতুন বিতর্ক সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন