শনিবার, ০৯ নভেম্বর ২০২৪

শিরোনাম

ডেঙ্গুতে ২৪ ঘন্টায় চারজনের মৃত্যু

মঙ্গলবার, ডিসেম্বর ১২, ২০২৩

প্রিন্ট করুন
Untitled design (9)

ঢাকা: দেশে গেল ২৪ ঘণ্টায় (সোমবার ১১ ডিসেম্বর) ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকা সিটিতে তিনজন ও ঢাকার বাইরে একজন। সোমবার (১১ ডিসেম্বর) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৪১৩ জন। এরমধ্যে ঢাকা সিটিতে ১০৩ জন ও ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে ৩১০ জন ভর্তি হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে দুই হাজার ৪৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকা সিটির সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৫৯১ জন ও ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে এক হাজার ৪৫৬ জন রোগী।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিন লাখ ১৩ হাজার ৯৩৩ জন। এর মধ্যে ঢাকা সিটিতে এক লাখ ৭ হাজার ৫৪৯ জন ও ঢাকার বাইরে দেশের নানা স্থানে সুস্থ হয়েছেন দুই লাখ ছয় হাজার ৩৮৪ জন। গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬৫৩ জন। এর মধ্যে ঢাকা সিটির ৮৯ জন ও ঢাকার বাইরে নানা স্থানে সুস্থ হয়েছেন ৫৬৪ জন।

সিএন/আলী

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন