নিউইয়র্ক: প্রবাসের জনপ্রিয় কণ্ঠশিল্পী, চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১১ চ্যাম্পিয়ন কৃষ্ণা তিথির একক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গত ৮ আগষ্ট রবিবার রাতে শো টাইম মিউজিক এর আয়োজনে কুইন্স প্যালেসে।
শুরুতেই দেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের স্মরণে ও সম্মানে গাইলেন ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা’ গানটি। এরপর একে একে রবীন্দ্র, নজরুল, লালন আর এই সময়ের জনপ্রিয় গানগুলো গেয়ে দর্শকদের হৃদয় ভরিয়ে দেন জনপ্রিয় এই শিল্পী।
দর্শকদের অনুরোধেও কিছু গান গেয়ে শোনান। শেষ দিকে বাংলাদেশের নন্দিত শিল্পী বেবি নাজনীনের জনপ্রিয় গান গাওয়ার সময় তাঁর অনুরোধে মঞ্চে তাঁর সঙ্গে গাইতে উঠে আসেন স্বয়ং বেবি নাজনীন।দারুন আবেগভরা আনন্দের এই মুহুর্তটি তাঁর জীবনে পরম এক পাওয়া বলে স্বীকার করলেন কৃষ্ণা তিথি। প্রায় ২০টি গান গাইলেন এদিন।
উল্লেখ্য, নিউইয়র্কে খুবই জনপ্রিয় শিল্পী কৃষ্ণা তিথি ছোটবেলা থেকেই গানের সাথেই বড় হয়েছেন। মাত্র সাড়ে তিন বছর বয়সে বাবা তাপস কুমার খাঁনের হাতে তাঁর সঙ্গীত সাধনার শুরু।স্কুল জীবন থেকে জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতা, নতুন কুঁড়িসহ বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রাখেন তিনি।
২০১৪ সালে থেকে নিউইয়র্কে বসবাসরত কৃষ্ণা তিথি বাংলাদেশে থাকাকালীন ২০১১ সালে দেশের অন্যতম সেরা সঙ্গীত প্রতিযোগিতা চ্যানেল আই সেরা কণ্ঠে চ্যাম্পিয়ন হন এই শিল্পী । যুক্তরাষ্ট্রে এসে মাষ্টার্সও শেষ করেছেন কৃষ্ণা তিথি।
Views: 1
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন